পাহাড় ঘেরা অরণ্য বেষ্টিত লক্ষীছড়ি উপজেলা ১৯৮৩ সালের ৭ নভেম্বর প্রতিষ্ঠিত হয়। পূর্বে এটি মানিকছড়ি উপজেলার অংশ ছিল। এ উপজেলার নামকরণ সম্পর্কে তেমন কিছু জানা না গেলেও ছড়ি শব্দের অর্থ প্রভাবিত হওয়া বুঝানো হয় এবং লক্ষীছড়ি উপজেলা সদরে লক্ষী পূজার প্রচলন ছিল বলেও এ থেকে নামকরণ করা হয়ে থাকতে পারে বলে অনেকের ধারণা। এ ছাড়া লক্ষীছড়ি উপজেলা সদরে অবস্থিত লক্ষীছড়ি মৌজার নামানুসারেও উপজেলার নাম লক্ষীছড়ি হয়ে থাকতে পারে।