খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে। লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা এ ডিজিটাল মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেবি রানী বসু, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল আওয়াল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ই, আ, ম মামুন মজুমদার, সাংবাদিক মো: মোবারক হোসেন প্রমুখ। এ ডিজিটাল মেলায় তথ্য প্রযুক্তির অগ্রগতি ও সম্প্রসারণে সংশ্লিষ্টদের আরো উদ্যোগী হওয়ার পাশাপাশি এর সেবা পৌছে দেয়ার লক্ষ্যেই এ ডিজিটাল মেলার উদ্দেশ্য বলে বক্তারা বলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস