খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ে ২০১৪ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোল্লা মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোমেন্দ্র নাথ পোদ্দার। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দীক, লক্ষ্মীছড়ি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সফিউল্লাহ মীর, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রশীদ মোল্লা, শিক্ষকদের মধ্য হতে সহকারি প্রধান শিক্ষক মোঃ জাহেদুল আলম সরদার, বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের পক্ষ হতে নুসরাত জাহান আইভি ও বিদায়ী ছাত্র-ছাত্রীদের পক্ষ হতে বক্তব্য রাখেন জিনাইদা আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষক আব্দুর রহিম মিয়াজী। বক্তারা পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশ কামনা করার পাশাপাশি প্রত্যেক ছাত্র-ছাত্রী যেন ভাল ফলাফল করে এ বিদ্যালয় থেকে বিদায় নিয়ে উন্নত ও উজ্জ্বল ভবিষ্যৎ জীবন গড়তে পারে সেই প্রত্যাশাই করেন । এবার পুরাতন ও নতুন সহ ১’শ ৫২ জন ছাত্র-ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে বলে জানা গেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস