Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
লক্ষীছড়ি উপজেলা পরিষদের ডিসেম্বর/১৫খ্রিঃমাসের মাসিক সাধারন সভার কার্যবিবরণী।
বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা পরিষদ, লক্ষীছড়ি।

সভা নং-২১

বিষয় :  ডিসেম্বর/১৫খ্রিঃ মাসের উপজেলা পরিষদের সাধারণ সভার কার্যবিবরণীঃ

সভার তারিখ : ১৪/১২/২০১৫খ্রিঃ, সোমবার, সময়ঃ সকাল- ১১.০০ টা।

সভার স্থান  : উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ, লক্ষীছড়ি।

সভাপতি    : বাবু সুপার জ্যোতি চাকমা, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, লক্ষীছড়ি, খাগড়াছড়ি।

সভায় উপস্থিত ও অনুপস্থিত সদস্যদের নামের তালিকা আলাদা ফরমেটে দেখানো হল।

      সভাপতি উপস্থিত সকল সদস্যকে শুভেচ্ছা জানান। তিনি উপজেলা নির্বাহী অফিসারকে সভা পরিচালনার জন্য অনুরোধ জানান। উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ শুরু করেন। এরপর বিগত নভেম্বর/১৫খ্রিঃ মাসের সভার কার্যবিবরণী পাঠ করে শুনান।এতে সংশোধনী, সংযোজনী না থাকায় তা সর্বসম্মতিক্রমে গৃহীত, অনুমোদিত ও দৃঢ়করণ করা হয়। প্রথমে উপজেলা কমিটির গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে আলোচনা করা হয় এর পর বিভাগওয়ারী আলোচনা ও সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়ঃ

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকর্তৃক ২০১৫৬১৭ অর্থ বছরে অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প তালিকা সম্পর্কে আলোচনাঃ

সভায় উপজেলা চেয়ারম্যান মহোদয় বলেন বিগত-২৬/১১/২০১৫খ্রিঃ তারিখে জনাব তরুন কান্তি ঘোষ, মাননীয় ভাইস চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙ্গামাটি মহোদয়ের উপস্থিতিতে যতীন্দ্র কার্বারী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক গণশুনানী অনুষ্ঠিত হয়। উক্ত গণশুনানীতে অত্র এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, হেডম্যান, কার্বারী, শিক্ষকবৃন্দসহ এলাকার সর্বস্তরের জনপ্রতিনিধিদের নিকট হতে ২০১৬-১৭ অর্থ বছরের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প/স্কিম এর তালিকা গ্রহণ করা হয়। উপজেলা চেয়ারম্যান মহোদয় বলেন, উক্ত অনুষ্ঠানে গৃহীত প্রকল্প সমূহ অদ্য সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমেযাচাই বাছাইসহ নির্ধারণ করা দরকার।তিনি গৃহীত প্রকল্প সমূহ সভায় উপস্থাপন করেন এবং যাচাই বাছাইয়ের জন্য উপস্থিত সকলকে অনুরোধ করেন।

সিদ্ধান্তঃগত ২৬/১১/২০১৫খ্রিঃ তারিখে গৃহীত প্রকল্প সমূহ যাচাই বাছাই করা হয়। সভায় বিস্তারিত আলোচনার পর উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমেআরো কিছু গুরুত্বপূর্ণপ্রকল্প অর্ন্তভূক্ত করনসহ একটি পূর্ণাঙ্গ প্রকল্প তালিকা প্রস্তুত করা হয়। উক্ত প্রকল্প তালিকা মাননীয় চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম উন্নয় বোর্ড, রাঙ্গামাটি মহোদয়ের বরাবর প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

বিভাগওয়ারী আলোচনা ও সিদ্ধান্ত

বিভাগ

আলোচনা ও সুপারিশ

গৃহীত সিদ্ধান্ত

বাস্তবায়নে

১। উপজেলা স্থায়ী কমিটি সংক্রান্ত আলোচনাঃ

 

সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপজেলা কমিটি গুলিকে অধিকতর কার্যকর করতে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক প্রতিটি দপ্তর প্রতি ০২মাস অন্তর অন্তর উপজেলা কমিটির সভা করার নির্দেশনা থাকলেও উক্ত কমিটির সভা নিয়মিত আহবান করা হয় না।মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা সত্বেও কার্যকর না হওয়া বিষয়টি অত্যন্ত দুঃখ জনক ব্যাপার। সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

সিদ্ধান্তঃপ্রতি ০২ মাস পর পর উপজেলা কমিটির সভা করার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তর প্রধানগণকে নির্দেশ দেয়া হয়।

 

সংশ্লিষ্ট সকল বিভাগীয় প্রধান।

২। কৃষি বিভাগ

সভায় উপস্থিত কৃষি কর্মকর্তা(ভাঃ) জানান চলতি রবি মৌসুমে এ উপজেলায় হাইব্রীড জাতের বোরো বীজতলা তৈরীর লক্ষ্যমাত্রা ১০হেঃ নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ৪হেঃ আবাদ করা হয়েছে। উফশি জাতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে-৪২হেঃ তন্মধ্যে ৩২হেঃ আবাদ করা হয়েছে। বীজতলারৈীর কার্যক্রম চলমান আছে। এ উপজেলায় আমন শষ্য কর্তন চলছে। শষ্য কর্তন প্রায় শেষ পর্যায়ে যার হেঃ প্রতি গড় ফলন (ধানে) ৪.৭ মেঃটন (প্রায়)। এছাড়া নিরাপদ শাকসবজি উৎপাদনের লক্ষ্যে এ উপজেলায় ৬টি ব্লকে কৃষাণ/কৃষাণিদেরকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে অত্র উপজেলায় পর্যাপ্ত রাসায়নিক সার মজুদ আছে।

সিদ্ধান্তঃ চলমান কার্যক্রম অব্যাহত রাখার জন্য উপজেলা কৃষি কর্মকর্তা(ভাঃ), লক্ষীছড়িকে অনুরোধ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা(ভাঃ), লক্ষীছড়ি।

৩। প্রাণী সম্পদ বিভাগ

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা(ভাঃ) জানান তাদের বিভাগের কার্যক্রম নিম্ন-রুপঃ

১। গবাদি প্রাণীর চিকিৎসার সংখ্যা-৫৬৫টি। ২। হাঁস মুরগীর চিকিৎসার সংখ্যা-১৯০৫টি। ৩। গবাদি প্রাণীর টিকা প্রদান- ১৬১৬ মাত্রা। ৪। হাঁস মুরগির টিকা প্রদান- ৩০০০ মাত্রা। ৫। কৃত্রিম প্রজনন সংখ্যা- ১৭টি। ৬। ঋণ আদায়- ১,২৪৫/-টাকা।

সিদ্ধান্তঃ ১।কার্যক্রম স্বাভাবিক রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা(ভাঃ) লক্ষীছড়ি।

৪। সমবায় বিভাগ

সভায় উপজেলা সমবায় কর্মকর্তা জানান তার বিভাগের কার্যক্রম স্বাভাবিক। 

সিদ্ধান্তঃ কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য অনুরোধ করা হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা, লক্ষীছড়ি।

 

চলমান পাতা-০২

পাতা-০২

বিভাগ

আলোচনা

গৃহীত সিদ্ধান্ত

বাস্তবায়নে

৫। প্রকৌশল বিভাগ।

 

  সভায় উপজেলা নির্বাহী অফিসার জানান তার বাসভবনে বর্ষাকালে ছাদ ছূঁয়ে পানি পড়ে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এরুপ আরো কয়েকটি ভবনে জরুরী মেরামত করা দরকার। এ বিষয়ে বিগত সভায় বিস্তারিত আলোচনা করা হয়েছিল। অন্যদিকে উপ-সহকারী  প্রকৌশলীজানান,বিগত- ০৯/১২/১৫ খ্রিঃ তারিখে উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সভাপতিত্বে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর প্রকল্প বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বিস্তারিত আলোচনার পর উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ২০১৫-১৬ অর্থ বছরের এডিপির প্রাপ্ত বরাদ্দ দ্বারা নিম্ন-লিখিত নিম্ন-লিখিত প্রকল্পগুলি গ্রহণ/অনুমোদন করার  সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। প্রকল্প গুলি নিম্ন-রুপঃ

পিআইসি কমিটি কতৃক বাস্তবায়নযোগ্য প্রকল্পঃ

ক্রঃনং

প্রকল্পের নাম

প্রাক্কলিত অর্থ

১.

বিভিন্ন বিদ্যালয় ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

২,০০,০০০/-

২.

লক্ষীছড়ি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে আসবাবপত্র সরবরাহ।

১,৯০,০০০/-

৩.

পেকুয়া পাড়া বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এমএলই ঘর সংস্কার।উপজেলা পরিষদ মাঠ উন্নয়ন।

১,৮০,০০০/-

৪.

লক্ষীছড়ি সমগ্র উপজেলায় হাঁস মুরগী ও গবাদি পশু চিকিৎসার জন্য ভ্যাকসিন ক্রয়/সরবরাহ।

১,৫০,০০০/-

৫.

মেজার পাড়ায় গ্রামীণ বাজার সেড সংস্কার।

১,৫০,০০০/-

৬.

বর্মাছড়ি উচ্চ বিদ্যালয়ে অবকাঠামো সংস্কার।

৭৫,০০০/-

৭.

বানরকাটা পাড়া প্রাকৃতিক কুয়ার মাধ্যমে জনসাধারণের জন্য পানি সরবরাহ।

১,৩৫,০০০/-

টেন্ডার যোগ্য প্রকল্পঃ

১.

লক্ষীছড়ি উপজেলা হেডকোয়াটার-বর্মাছড়ি সড়কে চেইঃ৪০মিঃ এ এল ড্রেন ও আরসিসি ড্রেন নির্মাণ।

৪,২৩,০০০/-

২.

লক্ষীছড়ি হাসপাতাল হতে বানরকাটা যাওয়ার রাস্তায় কুশিনগর বন বিহারের নীচে ভাঙ্গনরোধে গার্ডওয়াল ও বক্স কালভার্ট নির্মাণ।

২,০০,০০০/-

৩.

মহিষকাটা পাড়ায় একটি সিড়ি নির্মাণ।

১,৫০,০০০/-

৪.

তংতুল্যা পাড়া সিড়ি সংস্কার।

১,৫০,০০০/-

৫.

দুরদরি পাড়ায় পানি সরবরাহ করন প্রকল্প।

১,০০,০০০/-

৬.

লক্ষীছড়ি গুচ্ছগ্রামের রাস্তায় বক্স কালভার্ট সংস্কার।

১,০০,০০০/-

৭.

বাগান পাড়া যাওয়ার রাস্তায় এইচবিবি রাস্তা সংস্কার।

১,২০,০০০/-

৮.

মংলা পাড়া বৌদ্ধ বিহার হতে গ্রামের দিকে যাওয়ার রাস্তা সলিং করন।

১,০০,০০০/-

৯.

মগাইছড়ি মাদাসার পাশে একটি টয়লেট নির্মাণ।

১,৫০,০০০/-

১০.

পশ্চিম চাইল্যাতলী বৌদ্ধ বিহারের পাশে একটি ল্যাট্রিন নির্মাণ।

১,৫০,০০০/-

১১.

মেম্বার পাড়ায় বিশুদ্ধ পানি সরবরাহ করন প্রকল্প।

১,০০,০০০/-

১২.

সরকারী রাস্তা হতে দুল্যাতলী জুনিয়র হাইস্কুলে যাওয়ার রাস্তা সলিং করন।

২,০০,০০০/-

১৩.

বর্মাছড়ি মুখ পাড়ায় একটি গণশৌচাগার নির্মাণ।

১,৫০,০০০/-

১৪.

লেলাং বড় পাড়ায় একটি টয়লেট নির্মাণ।

১,৫০,০০০/-

১৫.

কুতুবছড়ি বাজারের স্যাটেলাইট ক্লিনিক উন্নয়ন।

২,০০,০০০/-

১৬.

কুতুবছড়ি বাজার হতে পাড়ায় যাওয়ার রাস্তায় পুরনো ব্রীজের কাজ সমাপ্ত করন।

৩,০০,০০০/-

 

সিদ্ধান্তঃ ১। এডিপির বাছাই কমিটির সভায় গৃহীত প্রকল্পগুলি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়।

২। জরুরী মেরামতযোগ্য ভবনগুলি পরিদর্শন পূর্বক প্রাক্কলন প্রস্তুত করার জন্য উপ-সহকারী প্রকৌশলীকে নির্দেশ দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলাপ্রকৌঃ(ভাঃ)

লক্ষীছড়ি।

৬। মহিলা বিষয়ক

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জানান, প্রত্যেক মাসে ১২-১৬ তারিখের মধ্যে ভিজিডি বিতরণের সরকারী নির্দেশনা থাকলেও ইউপি চেয়ারম্যানগণ উক্ত নির্দেশনা মেনে চলেন না। সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া তার দপ্তরের   অন্যান্য কার্যক্রম স্বাভাবিক।

সিদ্ধান্তঃ ১।সরকারী নির্দেশনা মোতাবেক ভিজিডি উত্তোলন ও বিতরণ কার্যক্রম সম্পন্ন করার জন্য ইউপি চেয়ারম্যানদের নির্দেশ দেয়া হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (চঃদাঃ)ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণ, লক্ষীছড়ি।

চলমান পাতা-০৩

 

পাতা-০৩

 

৭। মাধ্যমিক শিক্ষা

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা(ভাঃ) জানান আগামী ১৯ ডিসেম্বর ৪র্থ ও ৭ম শ্রেণী ছাত্র/ছাত্রীদের জেলা পরিষদ বৃত্তি অনুষ্ঠিত হবে। বিভাগের অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

সিদ্ধান্তঃ কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য অনুরোধ করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা

(ভাঃ) লক্ষীছড়ি।

৮। যুব উন্নয়ন বিভাগ।

সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার প্রতিনিধি জানান তাদের দপ্তরের কার্যক্রম নিম্ন-রুপঃ

১। মূল বরাদ্দ- ২৮,৬৭,৩৯৬/-টাকা। ২। ক্রমপুঞ্জিত বিতরণ- ৭৬,৪০,০০০/-টাকা। ৩। চলমান ঋণ আদায়- ২১,২০০/-টাকা। ৪। খেলাপি হতে আদায়- ১৭০০/-টাকা। ৫। ক্রমপুঞ্জিত আদায় (আসল)- ৪২,৫৩,৫৮০/-টাকা। ৬। কিস্তি খেলাপি- ৬,০৪,১৫৫/-টাকা। ঋণ খোলাপি- ২৩,১৪,০৫০/-টাকা।

সিদ্ধান্তঃ খেলাপি ঋণ আদায়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়।

উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা (অঃদাঃ) লক্ষীছড়ি।

৯। প্রাথমিক শিক্ষা বিভাগ।

সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, এ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক সমাপনী পরীক্ষা ও বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে।আগামী ৩১ ডিসেম্বর প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এছাড়া বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম চলছে। এছাড়া তার বিভাগের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক।

 

সিদ্ধান্তঃ কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য অনুরোধ করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা  কর্মকর্তা, লক্ষীছড়ি।

১০। জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জানান তার দপ্তর কর্তৃক গৃহীত প্রকল্পগুলির   কার্যক্রম চলমান রয়েছে। তদারকি অব্যাহত আছে। অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

সিদ্ধান্তঃ তদারকি অব্যাহত রাখার জন্য জনস্বাস্থ্য প্রকৌঃ, লক্ষীছড়িকে অনুরোধ করা হয়।

জনস্বাস্থ্য প্রকৌঃ, লক্ষীছড়ি।

১১।

 প্রকল্প বাস্তবায়ন বিভাগ

সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অঃদাঃ)জানান অত্র উপজেলায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি শুরু হয়েছে। কাজের অগ্রগতি ৩৭%। ত্রাণের প্রকল্পের ব্রীজ ও কালভার্ট গুলির কার্যাদেশ দেয়া হয়েছে। কাজের অগ্রগতি চলমান আছে।

সিদ্ধান্তঃ তদারকি অব্যাহত রাখার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অনুরোধ করা হয়।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

(অঃদাঃ) লক্ষীছড়ি।

১২। একটি বাড়ী একটি খামাড়

সভায় উপজেলা সমন্বয়কারী  জানান, একটি বাড়ী একটি খামার প্রকল্পের আওতায় পল্লী সঞ্চয় ব্যাংক ভবন নির্মাণের জন্য উপজেলা পরিষদ হতে ১০০০বর্গ ফুটের একটি জায়গা প্রয়োজন। জায়গা বরাদ্দ সাপেক্ষে দ্রুত ভবন নির্মাণের কার্যক্রম শুরু হবে। সভায় এ বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া চলতি মাসে তার দপ্তরের কার্যক্রম নিম্ন-রুপঃ

নেভেম্বর/১৫ মাসে মোট আদায়- ক) সঞ্চয়- ১৬,৭৫০/- টাকা খ) কিস্তি আদায়- ১,০২,৫০০/- টাকা। মোট আদায়- ১,১৯,২৫০/- টাকা। চলতি মাসে মোট ঋণ বিতরণ- ৫,৩০,০০০/- টাকা। এছাড়া অন্যান্য  কার্যক্রম স্বাভাবিক।

সিদ্ধান্তঃ উপজেলা সার্ভার ষ্টেশনের পাশে ১০০০ বর্গ ফুট জায়গা পল্লী সঞ্চয় ব্যাংক ভবন নির্মাণের জন্য বরাদ্দ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সমন্বয়ক, একটি বাড়ী একটি খামার, লক্ষীছড়ি।

১৩। আনসার ভিডিপি

সভায় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা(ভাঃ) জানান তার বিভাগের কার্যক্রম স্বাভাবিক। 

সিদ্ধান্তঃ কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য অনুরোধ করা হয়।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা(ভাঃ, লক্ষীছড়ি।

১৪। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড

উপজেলা প্রকল্প ব্যবস্থাপক জানান নারী ও শিশু উন্নয়নে ২৯টি পাড়া এ্যাকশান প্ল্যান, ২টি ইউনিয়ন এ্যাকশান প্ল্যান ও উপজেলা এ্যাকশান প্ল্যান সম্পন্ন করা হয়েছে। উপজেলা এ্যাকশান প্ল্যানের সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে লক্ষীছড়ি সদর ইউপি চেয়ারম্যান কর্তৃক ৯১টি স্ল্যাব (ল্যাট্রিনের ডাকনা) ও ১১৭টি সাইপুন বিগরণ করা হয়েছে। এছাড়া তার বিভাগের অন্যান্যকার্যক্রম স্বাভাবিক।

সিদ্ধান্তঃ  কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য উপজেলা প্রকল্প ব্যবস্থাপক, লক্ষীছড়িকে অনুরোধ করা হয়।

উপজেলা প্রকল্প ব্যবস্থাপক, লক্ষীছড়ি।

১৫। উপজেলা পরিষদ ভূমি কর পরিশোধ সংক্রান্ত।

সভায় উপজেলা নির্বাহী অফিসার জানান, খাগড়াছড়ি জেলা প্রশাসক মহোদয়ের স্মারক নং- ১৬২, তারিখঃ- ১০/১২/১৫খ্রিঃমূলে অত্র উপজেলা পরিষদের মোট- ৪.৯৩ একর ভূমির ২০১৫-১৬ অর্থ বছরে ভূমি উন্নয়ন কর বাবদ ৪,৯৩০/- টাকা ধার্য্য করা হয়েছে। উক্ত ধার্য়্যকৃত ভূমি উন্নয়ন কর পরিশোধের সদয় ব্যবস্থা নেয়া দরকার।

সিদ্ধান্তঃ উপজেলা পরিষদের ৪.৯৩ একর ভূমির ২০১৫-১৫ অর্থ বছরের ভূমি উন্নয়ন কর বাবদ মোট-৪,৯৩০/-টাকা উপজেলা রাজস্ব তহবিল হতে পরিশোধের সিদ্ধান্ত গৃহীত হয়।

উপজেলা নির্বাহী অফিসার, লক্ষীছড়ি।

১৬। পরিবার পরিকল্পনা বিভাগ।

সভায় উপস্থিত পঃপঃ কর্মকর্তা জানান, তাদের অফিসের পূর্ব পাশে বাউন্ডারী ওয়ালের সন্নিকটে দীর্ঘ দিন যাবত এ উপজেলার জনৈক মুক্তিযোদ্ধা জনাব মোঃ আঃ সাত্তার বসবাস করে আসিতেছেন।তার এমন বসবাসের কারনে যাতায়াতের জন্য বাউন্ডারী ওয়ালের এক পাশ খোলা রাখতে হয়েছে যার কারনে অফিসের নিরাপত্তা হুমকি হয়ে পড়েছে। তিনি জনৈক মুক্তি যোদ্ধার স্ব-সন্মানে অন্যত্র পূর্ণবাসনের দাবী জানান।এছাড়া তার দপ্তরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক।

সিদ্ধান্তঃ ১।সভায় বিস্তারিত  আলোচনার পর জনৈক মুক্তিযোদ্ধার পূর্ণবাসনের বিষয়ে উদ্যোগ গ্রহণ করার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পঃপঃ কর্মকর্তা, লক্ষীছড়ি।

 

চলমান পাতা-৪

 

পাতা-০৪

১৭। ঢাকা আহসানিয়া মিশন।

ঢাকা আহসানিয়া মিশনের উপজেলা কো-অডিনেটর বলেন, বাংলাদেশ সরকারের ম্যলেনিয়াম ডেভেলাপমেন্ট গোল্ড এর আওতায় অত্র উপজেলা ১০০% স্যানিটেশন ব্যবহার নিশ্চিত করনের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। অত্র উপজেলায় সুষ্ঠুভাবে কাজ সম্পাদনের জন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

সিদ্ধান্তঃ উপজেলা পরিষদের সাথে সমন্বয় রেখে সকল কার্যক্রম পরিচালনার জন্য কো-অডিনেটর অনুরোধ করা হয় এবং লক্ষ্য অর্জনে সহযোগীতা করার জন্য অত্র উপজেলার সকল বিভাগীয় প্রধানদের অনুরোধ করা হয়।

উপজেলা কো-অর্ডিনেটর, ঢাকা আহসানিয়া মিশন, লক্ষীছড়ি।

১৮। বাসা বরাদ্দ বাতিল/প্রদান সংক্রান্ত।

গত-৮/১২/১৫খ্রিঃ তারিখে জনাব দিলীপ কুমার চাকমা, স্বাস্থ্য সহকারী, লক্ষীছড়ি তিনি তার নামে বরাদ্ধকৃত চম্পা-১ বাসাটি বরাদ্দ বাতিলের জন্য আবেদন করেছেন।তদস্থলে জনাব রুপংকর খীসা, পরিদর্শক, বিকেবি, লক্ষীছড়ি তিনি উক্ত বাসাটি বরাদ্ধ পাওয়ার জন্য আবেদন করেছেন।অন্যদিকে জনাব মোঃ ছাদেক, অফিস সহায়ক, এলজিইডি, লক্ষীছড়ি তিনি অন্যত্র বদলি হওয়ায়  জনাব মোঃ আবুল কালাম, অফিস সহায়ক, এলজিইডি, লক্ষীছড়ি তদস্থলে উঠেছেন এবং জনাব মোঃ আবুল হোসেন, ফটো কপিয়ার মেশিন অপারেটর, ইউএনও অফিস, লক্ষীছড়ি, তিনি ডরমেটরী ৯নং সিটে এবং জনাব মোঃ ইসমাইল হোসেন, জুনিয়র পরিসংখ্যান সহকারী তিনি ৮নং কক্ষে উঠেছেন।

সিদ্ধান্তঃ নন-গেজেটেড কোয়াটার চম্পা-১ ভবনটি জনাব রুপংকর খীসা, পরিদর্শক, বাংলাদেশ কৃষি ব্যাংক, লক্ষীছড়ি এর অনুকূলে মাসিক ৩,০০০/-টাকা হারে বরাদ্দ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

২।৪নং সিটটি মোঃ আবুল কালাম, অফিস সহায়ক, এলজিইডি, লক্ষীছড়ি ৮নং সিটটি মোঃ ইসমাইল হোসেন, জুনিয়র পরিসংখ্যান সহকারী এবং ৯নং সিটটি মোঃ আবুল হোসেন, ফটো কপিয়ার মেশিন অপারেটর, ইউএনও অফিস, লক্ষীছড়ি,এর নামে বরাদ্দ প্রদানের নসদ্ধান্ত গৃহীত হয়।

উপজেলা প্রকৌশলী, লক্ষীছড়ি।

১৯। জাতীয় দিবস উদযাপন সংক্রান্ত।

উপজেলা নির্বাহী অফিসার জানান, ১৬ডিসেম্বর/১৫ জাতীয় দিবসটি যথাযথ ভাবে উদযাপনের লক্ষ্যে সকল বিভাগের সহযোগীতা এবং সকল দপ্তরের কর্মকর্তা/কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করা দরকার। তিনি আরো বলেন উক্ত দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন  করতে গেলে সরকারী বরাদ্দ দ্বারা উদযাপন করা সম্ভব নয়। নির্দেশনা মোতাবেক উপজেলা রাজস্ব তহবিল হতে ব্যয় করার বিধান রয়েছে। সভায় এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়।

সিদ্ধান্তঃ ১। ১৬ডিসেম্বর/১৫ মহান বিজয় দিবসে সকল কর্মকর্তা/কর্মচারীদের উপস্থিতি থাকার জন্য নির্দেশ দেয়া হয়।

২। সরকারী বরাদ্ধের অতিরিক্ত ব্যয়িত টাকা যথাযথ ভাউচার দাখিল সাপেক্ষে উপজেলা রাজস্ব তহবিল হতে পরিশোধের সিদ্ধান্ত গৃহীত হয়।

উপজেলা নির্বাহী অফিসার, লক্ষীছড়ি।

২০। উপজেলা পরিষদের মোটর মেরামত ও স্থাপণ সংক্রান্ত।

সভায় উপজেলা প্রকেীশলী জানান, উপজেলা পরিষদের রেস্ট হাউজের জন্য ব্যবহৃত সাবমারসিবল মোটরটি গত- ০৯/১১/১৫খ্রিঃ তারিখে আকস্মিক নষ্ট হয়ে গেছে। জরুরী মেরামত করা দরকার। অন্যদিকে নন-গেজেটেড কোয়াটার (ডালিয়া)এর পাশে নুতন স্থাপনকৃত টিউবওয়েলটিতে ০১(এক)টি সাবমারসিবল মোটর স্থাপণ করা দরকার। সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সিদ্ধান্তঃ রেস্ট হাউজের জন্য ব্যবহৃত মোটরটি জরুরী ভিত্তিতে মেরামত করন এবং নুতন একটি সাবমারসিবল মোটর স্থাপণের জন্য সর্বসম্মতক্রেমে সিদ্ধান্ত গৃহীত হয় এবং দাখিলকৃত বিল ভাউচার অনুমোদন পূর্বক উপজেলা রাজস্ব তহবিল হতে পরিশোধের সিদ্ধান্ত গৃহীত হয়।

উপজেলা নির্বাহী অফিসার, লক্ষীছড়ি।

২১। বিবিধ অর্থসংক্রান্ত।

 ১। অত্রাফিসের কম্পিঃ অপারেটর জানান ডিসেম্বর/১৫ খ্রিঃ মাসে অফিস আনুসাঙ্গিক ও ইন্টারনেট ব্যবহার বিলসহ সর্বমোট=৪,৩৫০/-টাকা ব্যয় হয়েছে।

২। অন্যদিকে অফিস সুপার জানান ডিসেম্বর/১৫খ্রিঃ মাসে আপ্যায়ন বাবদ সর্বমোট ব্যয় হয়েছে=১৪,৭৭০/-টাকা।

সিদ্ধান্তঃ ব্যয়োত্তর টাকা উপজেলা রাজস্ব তহবিল হতে পরিশোধের     সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

ইউএনও, লক্ষীছড়ি।

     

পরিশেষে সভায় আর কোন আলোচনা না থাকায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

 

 

 (সুপার জ্যোতি চাকমা)

     চেয়ারম্যান

   উপজেলা পরিষদ

  লক্ষীছড়ি, খাগড়াছড়ি।            

স্মারক নং- ০৫.৪২.৪৬৬১.০০০.০১.০০১.১৫.                                               তারিখঃ ২৯/১২/২০১৫ খ্রিঃ।

অনুলিপিঃ সদয় অবগতির জন্য প্রেরণ করা হল।

১। মাননীয় সংসদ সদস্য, ২৯৮ পার্বত্য খাগড়াছড়ি।

২। সচিব, স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

৩। পরিচালক, স্থানীয় সরকার বিভাগ, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম।

৪। চেয়ারম্যান, পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি, পার্বত্য জেলা।

৫। জেলা প্রশাসক, খাগড়াছড়ি পার্বত্য জেলা।

৬। উপজেলা .....................................কমকর্তা, লক্ষীছড়ি, খাগড়াছড়ি।

৭। চেয়ারম্যান, ১নং লক্ষীছড়ি/২নং দুল্যাতলী/৩নং বর্মাছড়ি ইউপি, লক্ষীছড়ি।

      (মোহাম্মদ শওকত ওসমান)

                                                                          উপজেলা নির্বাহী অফিসার

                                                               লক্ষীছড়ি,খাগড়াছড়ি।

ডাউনলোড
প্রকাশের তারিখ
02/02/2016