Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
উপজেলা স্ট্যান্ডিং কমিটির কার্যবিবরনীঃ
বিস্তারিত

প্রতিষ্ঠানের নাম:  উপজেলা পরিষদ লক্ষীছড়ি

থানা: লক্ষীছড়ি                                                        সভার: তারিখ: ১৯/১০/২০১৪ খ্রি:

সময়: সকাল ১০.০০ ঘটিকায়                                           বার:  রবিবার

সভার স্থান: উপজেলা  মহিলা  ভাইস চেয়ারম্যান কার্যলয়।

             উপজেলা  মহিলা ও  শিশু  বিষয়ক স্থায়ী  কমিটির সম্মানিত সদসদের নাম,পদবী ও স্বাক্ষর

ক্রমিক নং

নাম

পদবী

কমিটির পদবী

স্বাক্ষর

বেগম বেবী রানী বসু

মহিলা ভাইস চেয়ারম্যান

আহব্বায়ক

 

জনাব অংগ্যপ্রু মার্মা

পরুষ  ভাইস চেয়ারম্যান

সদস্য

 

জনাব রাজেন্দ্র চাকমা

চেয়ারম্যান ০১ নং লক্ষীছড়ি ইউ পি

সদস্য

 

জনাব ইআ ম মামুন মজুমদার

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা

সদস্য

 

বেগম হাসিনা আক্তার

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

সদস্য

 

 

অদ্যকার সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান  বেগম বেবী রানী বসু। সভাপতি মহোদয়  সভার প্রারম্ভে স্থায়ী কমিটির গুরুত্ব  আলোচনা  করে সদস্য সচিব সহ উপস্থিত  সম্মানিত সকল  সদস্যদের  দন্রবাদ জনান এবং সদস্য  সচিব ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা  বেগম হাসিনা আক্তারকে আলোচ্য সুচি  মোতাবেক সভার কাজর শুরু করার জন্য অনরোধ জনান।

আলোচ্য সূচি:  মহিলা  ও শিশু বিষয়ক কার্যক্রম।

          সভার  আলোচ্যসূচি মোতাবেক সভাপতি মহোদয়ের অনুরোধ ক্রমে সদস্য সচিব ও মহিলা  বিষয়ক কর্মকর্তা তার দপ্তরের কার্যক্রম বর্ননা করেন। দরিদ্র মায়ের জন্য মাতৃত্ব ভাতা  কারীন ভাতা পুরাতন ৬৩ জন এবং নতুন  প্রতি ইউনিয়ন হতে ২৮ নজন করে নিধারিত করা হয়েছে।

মহিলাদের  আত্ন কর্মসংস্থানের জন্য প্রথম ১৫ জন মহিলার মধ্যে ক্ষুদ্র ঋণ বিতরণ  করা হয় এবঙ গত ১৪ /১০/২০১৪  ইং তারিখ ভিজিডি ভুক্ত ০৬ জন  মহিলার  মধ্যে ঋণ বিতরণ করা হয়।  লক্ষীছড়ি  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা  নিবন্ধিত সমিতির  সংখ্য  ০১ টি। ভিজিডি  ২০১৩ -১৪  চক্রে লক্ষীছড়ি  উপজেলায় ১৫ ৩৪  জন  কার্ডধারী  আছে। নতুন  ভিজিডি  ২০১৫-১৬ চক্রের  ও পূর্বের মত ১৫৩৪ জনের  বরাদ্ধের  নির্দেশনা  পাওয়া গিয়াছে।

আন্তর্জাতিক  নারী নির্যাতন  প্রতিরোধ পক্ষ ২৫ নভেম্বর  হতে ১০ ডিসেম্বর  ২০১৪  পর্যন্ত ও  ৯ ডিসেম্ভর /২০১৪ তারিখে বেগম রোকেয়ূা  দিবকস পালন উপলক্ষে  জয়িতা  অন্বেষণে বাংলাদেশ “ শীর্ষক কার্যক্রম  সম্পর্কে  আলোচনা হয়। উপস্থিত  সকল সদস্য  শুনার পর সম্মতিক্রমে এইভাবে চালিয়ে  যাওয়ার জন্য অনরোধ জানান।

 বিবিধ: প্রয়োজন না হলে ২ মাস পরপর  উক্ত সভা আহব্বানের সিন্ধান্ত গৃহিত  হয়।

 প্রস্তাব  ১: নতুন ভিজিডি  চক্রের ২০১৫-১৬ )  শুরু থেকে কম্পিউটারের মাধ্যমে বিতরণ করা হবে।

২।  উপঝেরায়  নারী  ও শিশু নির্যাতনের  কোন অভিযোগ আসে না। ইউনিয়ন পর্যায়ে তা  মিমাংসা করা হয়।

          ৩। অত্র দপ্তরের শুণ্য পদে অফিস সহকার কাম–কম্পিউপটার  অপারেটর একান্ত প্রয়োজন । অতপর সভায় আর

           কোন  আলোচনা না থাকায় সকলকে ধন্যবাদ জানিয়ে সভখার কাজ সমাপ্তি ঘোষণা করেন।

 

(বেবী রানী বসু)

সভাপতি

মহিলা ও শিশু বিষয়ক স্থায়ী কমিটি

উপজেলা  মহিলা ভাইসচেয়ারম্যান

লক্ষীছড়ি  উপজেলা পরিষদ

স্বারক নং- উমবিককা/ লক্ষী/২৬১(৬) তাং ১৯/১০/১৪ খ্রি:

অনুলিপি: সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য।

১। চেয়ারম্যান, উপজেলা পরিষদ ,লক্ষীছড়ি।

২। উপজেলঅ নির্বাহী অফিসার ,লক্ষীছড়ি।

 ৩। ভাইস চেয়ারম্যান ( পুরুষ) উপজেলা পরিষদ , লক্ষীছড়ি।

৪। উপজেলা  যুব উন্নয়ন কর্মকর্তা,লক্ষীছড়ি।

 ৫। চেয়ারম্যান ০১ নং  লক্ষীছড়ি ইউপি, লক্ষীছড়ি।

৬। অফিস কপি।

(মোসামৎ হাসিনা আক্তার)

       সদস্য সচিব

                                                                           মহিলা ও শিশু বিষয়ক স্থায়ী কমিটি

            ও

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

     লক্ষীছড়ি,খাগড়াছড়ি।

 

 

ডাউনলোড
প্রকাশের তারিখ
22/07/2015