এখানে রাাত যাপন করতে গেলে বেসরকারি ভাবে তেমন ভালো কোন হোটেল/বা রির্সোটের ব্যবস্থা নেই। তবে লক্ষীছড়ি উপজেলা পরিষদের গেস্ট হাউজে রাত্রি যাপন করা যায়।
শিলাছড়ি গুহা একটি প্রাকৃতিক ও রহস্যময় গুহা এখানে আসতে হলে লক্ষীছড়ি পার্শ্ববর্তী উপজেলা মানিকছড়ি থেকে ১৪ কি:মি দুরে লক্ষীছড়ি উপজেলা মানিকছড়ি মহামুনি থেকে বাস যোগে আসা যায় . লক্ষীছড়ি উপজেলা সদর হতে ১ কি: কি: দুরে শিলাছড়ি গুহা। লক্ষীছড়ি বাজার থেকে সিএনজি এবং মোটরসাইকেল দিয়ে যাওয়া যায়।
এখানে আসতে হলে - যারা চট্টগ্রাম থেকে আসতে চায় তাদের জন্য প্রথমে চট্টগ্রাম অক্সিজেন থেকে বাস অথবা সিএসজি নিয়ে মানিকছড়ি আসতে হবে। মানিকছড়ি থেকে আরো ১৪ কি.মি দুরে বাস অথবা সিএসজি বা মোটর সাইকেল নিয়ে লক্ষীছড়ি আসতে হবে। লক্ষীছড়ি বাজার থেকে ২কিমি দুরে শিলাছড়ি পাড়ায় যেতে হবে।
লক্ষীছড়ি উপজেলা তেমন একটা দেখার কোন দর্শনীয় স্থান নেই। এখানে লক্ষীছড়ি উপজেলা সদর থেকে শিলাছড়ি প্রাকৃতিক সুড়ঙ্গ বা গুহা আছে। শিলাছড়ি সুড়ঙ্গ এটি একটি প্রাকৃতিক রহস্য ময় সুড়ঙ্গ হিসেবে খ্যাত। প্রতি বছর এখানে ফাল্গুন মাসের ১০ তারিখে মেলা বসে। তাছাড়া এখানে বিভিন্ন সময়ে দুরদুরান্ত থেকে পর্যটক আসে। লোক মুখে শুনা যায় এখানে নাকি কোন কিছু পাওয়ার আকাঙ্খা নিয়ে মানস করলে তার পূরন হয়। এখানে সকল ধর্ম বর্ন নির্বিশেষে সকল সম্প্রদায়ের লোক জন ঘুরতে আসে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস