লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমানের সভাপতিত্বে বৈঠকে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে ব্যাপক কর্মসূচী নেয়া হয়। একই বৈঠকে ১৭মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর ৯৪তম জন্ম বার্ষিকী এবং দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপনের প্রস্তুতিও গ্রহণ করা হয়। অনুষ্ঠান সুন্দর ও স্বার্থক করার লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন করে দায়িত্ব দেয়া হয়। আগামী ১৭ মার্চ এবং ২৬ মার্চ দিন ব্যাপি আয়োজিত কর্মসূচীর অংশ হিসেবে বিদ্যালয়ের ছেলে-মেয়েদের চিত্রাংকন প্রতিযোগীতা, শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন, কুচকাওয়াজ, এক সাথে জাতীয় সঙ্গীত পরিবেশনসহ নানা কর্মসূচীতে সকলের অংশ গ্রহণ নিশ্চিত করার আহবান জানান -উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS