মোট আয়তন ঃ ২২০.১৪ বর্গ কিঃ মিঃ
উপজেলা সৃষ্টির তারিখ ঃ ৭ নভেম্বর, ১৯৮৩ খ্রিঃ।
উপজেলার সীমানা ঃ
উত্তরে ঃ মহালছড়ি ও রামগড় উপজেলা। দক্ষিণে ঃ ফটিকছড়ি ও কাউখালী উপজেলা।
পূর্বে ঃ মহালছড়ি ও নানিয়ারচর উপজেলা। পশ্চিমে ঃ মানিকছড়ি ও ফটিকছড়ি উপজেলা।
মোট ইউনিয়ন ঃ ০৩টি।
ক. ১নং লক্ষীছড়ি ইউনিয়ন
খ. ২নং দুল্যাতলী ইউনিয়ন
গ. ৩নং বর্মাছড়ি ইউনিয়ন।
মোট মৌজার সংখ্যা ঃ ১৬ টি, হেডম্যান-১৬ জন, কার্বারী-৫১ জন।
মোট গ্রামের সংখ্যা ঃ ১৩৬ টি।
বর্তমান লোকসংখ্যা ঃ ২৬,৯৮৭ জন ( ২০১১ সনের আদম শুমারী অনুযায়ী )।
পুরুষ-১৩,৮৯৬ জন, মহিলা - ১৩,০৯১ জন।
জনসংখ্যার ঘনত্ব ঃ প্রতি বর্গকিলোমিটারে - ১১৮ জন।
ধর্মওয়ারী লোকসংখ্যা ঃ মুসলিম -4,662 জন, হিন্দু -৬53 জন,বৌদ্ধ- 20,638 জন,
খ্রিষ্টান- ২৮ জন অন্যান্য – ১৩ জন মোট - ২৫,৯৯৪ জন ।
মোট উপজাতি ঃ ১৭,৫১৫ জন, অউপজাতি-৪,০১৭ জন।
সাক্ষরতার হার ঃ ৩৫.২%, পুরুষ – ৪৩.১%, মহিলা – ২৬.৭%।
সার্বজনীন জন্ম নিবন্ধন ঃ ১০০% ( মে/২০১১ )।
মোট পরিবার সংখ্যা ঃ ৪৪৫২টি,( লক্ষীছড়ি- ২০০৫, দুল্যাতলী-১২৭৩, বর্মাছড়ি-১১৭৪টি )
(ক) চাকমা-২৫১৩ পরিবার- ১২,২৮৭ জন (খ) মার্মা- ১০৩২ পরিবার- ৫,০৮৭ জন।
(গ) সাঁওতাল- ৪০ পরিবার- ১৪১ জন। (ঘ) অউপজাতি- ৮৬৭ পরিবার- ৪০১৭ জন।
ইউনিয়নওয়ারী লোকসংখ্যাঃ-
(ক) লক্ষীছড়ি ঃ চাকমা-৪৬২১ জন, মার্মা-১৭৫৭ জন, সাঁওতাল- ১৩৩ জন,
অউপজাতি-( মুসলিম-২৪০৯, হিন্দু- ২১০,বড়ুয়া-৩৬ জন)= ২,৬৫৫ জন,
সর্বমোট= ৯,১৬৬ জন।
(খ) দুল্যাতলীঃ চাকমা- ৩৪৫৬ জন, মার্মা- ১৫৭০ জন,
অউপজাতি-( হিন্দু/বড়ুয়া-৪৫জন, মুসলিম-১১৮৯)=১২৩৪ জন
সর্বমোট- ৬,২৬০ জন।
(গ) বর্মাছড়িঃ চাকমা-৪২১০ জন, মার্মা-১৭৬০ জন, সাঁওতাল- ৮ জন,
অউপজাতি-( হিন্দু/বড়ুয়া-১২৫, মুসলিম-৩ জন)= ১২৮ জন।
মোট-৬,১০৬ জন।
ভোটার সংখ্যা ঃ (ক) লক্ষীছড়ি ইউনিয়নঃ পুরুষঃ ৩৪৬২ জন, মহিলাঃ ৩০৪৭জন মোট ৬৫০৯ জন
(খ) দুল্যাতলী ইউনিয়নঃ পুরুষঃ ২০১৫ জন, মহিলাঃ ১৯৪১জন মোট ৩৯৫৬ জন
(গ) বর্মাছড়ি ইউনিয়নঃ পুরুষ ঃ ১৯৯৫ জন, মহিলা ঃ ১৮৭৭জন মোট ৩৮৭২ জন
মোট পুরুষ ঃ৭৪৭২ জন, মহিলাঃ ৬৮৬৫ জন মোট ১৪৩৩৭ জন।
মোট ভোট কেন্দ্র ঃ ১১ টি, মোট ভোট কক্ষ ( বুথ ) সংখ্যা- ৩৫ টি।
ধর্মীয় প্রতিষ্ঠান ঃ (ক) মসজিদ- ১২ টি, (খ) মন্দির- ৩টি, (গ) ক্যায়াং-৩৪টি, মোট-৪৫টি।
শিক্ষা প্রতিষ্ঠান ঃ (ক) কলেজ- ১টি, (খ) উচ্চ বিদ্যালয়-১টি,(গ) জুনিয়র উচ্চ বিদ্যালয়-4 টি,
(ঘ) সরকারী প্রাথমিক বিদ্যালয়-20 টি, (ঙ) রেজিঃ বেসরকারী প্রাঃ বিদ্যালয়-2টি, (চ) আন-রেজিঃ বেসরকারী প্রাঃ বিদ্যালয়-৮টি, (ছ) মাদ্রাসা-৬টি।
রাস্তা ঃ (ক) পাকা-১৮ কিঃমিঃ, (খ) আধাপাকা- ৯ কিঃমিঃ (ঘ) কাঁচা-১৬২কিঃমিঃ
হাটবাজার ঃ ১টি (অনুমোদিত)।
পুলিশ থানা ঃ ১টি, ফাঁড়ি- ১টি।
সেনা জোন ঃ ১টি।
হাসপাতাল ঃ ১টি ( ৩১ শয্যা বিশিষ্ট) ।
এনজিও ঃ ৫টি (লেপ্রসী মিশন / জাবারং /ব্র্যাক/ তৃণমূল/আলাম )
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS