লক্ষীছড়িউপজেলাউন্নয়নও সমন্বয় কমিটির জানুয়ারি/২০১৪ খ্রি: মাসেরঅনুষ্ঠিতসভারকার্যবিবরণীঃ
সভাপতি : জনাবরেম্রাচাইচৌধুরী, চেয়ারম্যান,উপজেলাপরিষদ,লক্ষীছড়ি।
সভারতারিখ : ২৭/০১/২০১৪খ্রিঃ,সোমবার,সময়ঃসকাল-১১.৩০টা।
সভারস্থান : উপজেলাপরিষদসম্মেলনকক্ষ,লক্ষীছড়ি।
সভায়উপস্থিতওঅনুপস্থিতসদস্যদেরনামেরতালিকাপরিশিষ্ট- “ক”-তে দেখানো হলো।
সভাপতিউপস্থিতসকলসদস্যকেশুভেচ্ছাজানান। তিনিউপজেলানির্বাহীঅফিসারকেসভাপরিচালনার জন্য অনুরোধজানান।উপজেলানির্বাহীঅফিসার উপস্থিতসকলকেধন্যবাদজানিয়েসভারকাজশুরুকরেন।প্রথমেবিগতডিসেম্বরমাসের (৩০/১/২০১৩খ্রিঃতারিখেঅনুষ্ঠিত)সভারকার্যবিবরণীপাঠকরেশুনানোহয়।
এতেসংশোধনীনাথাকায়তাগৃহীতওদৃঢ়ীকরণকরাহয়।পরেনিম্নরূপভাবেবিভাগওয়ারীআলোচনাওসিদ্ধান্তগৃহীতহয়ঃ
বিভাগ | আলোচনা | গৃহীতসিদ্ধান্ত | বাস্তবায়নে |
১ | ২ | ৩ | ৪ |
১।কৃষি বিভাগ | উপজেলাকৃষিকর্মকর্তাজানানচলতিবোরো মৌসুমেআবাদের লক্ষ্যমাত্রা ৮৭৪হেঃএর মধ্যে উফশি ৬৭০হেঃএবং হাইব্রিড ২০৪ হে: নির্ধারণ করা হয়েছে।ইতোমধ্যেউফশি ৩৫০হেঃএবং হাইব্রিড ১০০ হে: মোট= ৪৫০ হে: আবাদ করা হয়েছে। বাকী আবাদের কাযক্রম চলমান।এউপজেলায়বর্তমানে ৪৫টি পাওয়ার পাম্প চালু আছে এবং আরো কিছু পাওয়ার পাম্প বসানোর প্রক্রিয়া চলছে। বিনি জানান কৃষকদের মাঝে সুষম সার ব্যবহার, এলসিসি ব্যবহার এবং জমিতে চারা রোপণের বিষয়ে পরামর্শ দেয়া হচ্ছে।এছাড়া মাজরা পোকার আক্রমন থেকে রক্ষার জন্য কৃষকদেরকে জমিতে ডাল পালা পুতে দেয়ার পরামর্শ দেয়া হচ্ছে।তিনিজানানবর্তমানবাজারেরাসায়নিকসারেরকোনঘাটতিনেইএবংবাজার দর স্বাভাবিক| তাছাড়াতাদেরবিভাগেরঅন্যান্যকার্যক্রম স্বাভাবিক|
| সিদ্ধান্ত:- ১।মাঠপর্যায়েতদারকিঅব্যাহতরাখারজন্য উপ-সহকারীকৃষিকর্মকর্তাদেরঅনুরোধকরাহয়।
| উপজেলাকৃষিকর্মকর্তা,লক্ষীছড়ি। |
২।স্বাস্থ্য বিভাগ | উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার প্রতিনিধি ডা: মো: তৈয়ব (আরএমও)জানান চিকিৎসা প্রদানে হাসপাতালে কোন সমস্যা হচ্ছে না। কর্মরত মেডিকেল অফিসারগণ রোস্টার অনুযায়ী চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।এছাড়া গত ২৫ জানুয়ারি/১৪ খ্রিঃ তারিখ হতে ০৯ মাস থেকে ১৫ বছর বয়সের সকল শিশুকে হাম রুবেলা ক্যাম্পেইন শুরু হয়েছে। এতে ১ম টার্গেট হিসেবে সকল শিক্ষা প্রতিষ্ঠান গুলিকে এর আওতায় আনা হয়েছে।তিনি আরো জানান হাসপাতালের সাবমার্সিবল মোটরটি নষ্ট হয়ে যাওয়াতে পানির সমস্যা সৃষ্টি হয়েছে। অতি দ্রুত মোটরটি মেরামত দরকার। তিনি এ বিষয়ে সভাপতির দৃষ্টি আকর্যণ করেন। | সিদ্ধান্ত: ১। এলাকার জনসাধারণ যাহাতে চিকিৎসা সেবা হতে বঞ্চিত না হয় তার জন্য ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করার জন্য উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তাকেঅনুরোধ করা হয়। ২।বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে হাসপাতালের মোটরটি মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারসিদ্ধান্তগৃহীতহয়। | উপজেলাস্বাস্থ্যওপঃপঃকর্মকর্তা,লক্ষীছড়ি। |
৩।প্রকৌশল বিভাগ। | ২০১৩-১৪অর্থবছরেরএডিপিপ্রকল্পগুলির ১ম কিস্তি বরাদ্দ ছাড় করা হয়েছে।গৃহীত প্রকল্পগুলির কার্যক্রম সম্পর্কে তদারকি অব্যাহত আছে। সভায়তিনি আরো জানান টেন্ডারের মাধ্যমে বাস্তবায়িতব্য প্রকল্পগুলি টেন্ডার আহবান করা হয়েছে।দরপত্র জমা দেয়ার শেষ তারিখ: ১১/০২/২০১৪খ্রিঃ।
| সিদ্ধান্ত:-১।২০১৩-১৪ অর্থবছরেরপিআইসিকতৃকবাস্তবায়নযোগ্য প্রকল্পসমূহেরতদারকি অব্যাহত রাখার সিদ্ধান্তগৃহীতহয়।
| উপজেলাপ্রকৌশলী (ভাঃ)লক্ষীছড়ি। |
৪। প্রাণিসম্পদ বিভাগ | উপজেলাপ্রাণীসম্পদকর্মকর্তা(ভাঃ)সভায়জানানযে,জানুয়ারি/১৪খ্রিঃমাসে তারবিভাগকর্তৃকসম্পাদিতদাপ্তরিককার্যক্রমনিম্নরূপ: ১।চিকিৎসাপ্রদান:(১)গবাদিপ্রাণীরচিকিৎসাসংখ্যা=২২৩টি।(২)হাঁস-মুরগীচিকিৎসাসংখ্যা=৬৬০টি।৩।গবাদিপ্রাণীরটিকাপ্রদান-২০০মাত্রা।(৪)হাঁস-মুরগীরটিকাপ্রদান-১,৭০০মাত্রা।৫।কৃত্রিমপ্রজনন: গাভী-১০টি,৬।ঋণআদায়:=নাই।এছাড়াতাদেরসংস্থারবিভাগীয়অন্যান্যকার্যক্রম স্বাভাবিক|
| সিদ্ধান্ত :-কার্যক্রমঅব্যাহত রাখারসিদ্ধান্তগৃহীতহয়। | উপজেলাপ্রাণীসম্পদ কর্মকর্তা(ভাঃ),লক্ষীছড়ি। |
৫।মাধ্যমিক শিক্ষাবিভাগ | সভায়উপজেলামাধ্যমিকশিক্ষাঅফিসার(ভাঃ)জানানআনুষ্ঠানিক ভাবে বই বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।শুধু মাত্র ৬ষ্ঠ শ্রেণীর গনিত বই বরাদ্দ পাওয়া যায়নি। মন্ত্রণালয়ে বরাদ্দ চাওয়া হয়েছে প্রাপ্তি সাপেক্ষে বিতরণ প্রক্রিয়া শুরু হবে।
| সিদ্ধান্ত :-কার্যক্রম স্বাভাবিক রাখারসিদ্ধান্তগৃহীতহয়।
| উপজেলামাধ্যমিক শিক্ষাঅফিসার(ভা:)। |
চলমানপাতা-০২
পাতা-০২।
বিভাগ | আলোচনা | গৃহীতসিদ্ধান্ত | বাস্তবায়নে |
৬।প্রাথমিকশিক্ষাবিভাগ।
| সভায়উপজেলাশিক্ষাঅফিসার(চঃদাঃ),লক্ষীছড়িজানান,জেলাপর্যায়েবিদ্যালয় পরিদর্শনপ্রতিবেদনপ্রেরণওবিদ্যালয়পরিদর্শনকার্যক্রমঅব্যাহতআছে।তিনিআরোজানান ২৭/০১/১৪খ্রিঃহতেইউনিয়ন পর্যায়ে আন্ত:স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা শুরু হবে। উপজেলা পর্যায়ে আগামী ০৫/০২/১৪ খ্রিঃ তারিখ হতে শুরু হবে।এ উপজেলার প্রত্যেকটি বিদ্যালয়ে সুষ্ঠুভাবে বই বিতরণ সম্পন্ন হয়েছে।এছাড়াতাদেরদাপ্তরিককার্যক্রম স্বাভাবিক|
| সিদ্ধান্ত : ১।প্রাথমিকবিদ্যালয়েমানসম্মতশিক্ষাব্যবস্থাচালুকরতে পরিদর্শনকার্যক্রমঅব্যহতরাখারজন্যউপজেলাপ্রাথমিকশিক্ষা কর্মকর্তাকেঅনুরোধকরাহয়।
| উপজেলাপ্রাথমিকশিক্ষা অফিসার(চঃদাঃ)লক্ষীছড়ি।
|
৭।উপজেলাসমাজসেবা বিভাগ। | উপজেলাসমাজসেবাকার্যালয়েরপ্রতিনিধিজানানযে,জানুয়ারি/১৪মাসের তাদেরদাপ্তরিককার্যক্রমনিম্নরূপঃ ১)ঘূর্ণায়মানতহবিলেরকোনখাতেবিনিয়োগ বা পুণঃবিনিয়োগ করা হয় নাই। ২)ঘূর্ণায়মানতহবিলেরআদায়ের বিভিন্ন খাতে আদায়েরলক্ষ্যমাত্রা৭০,০০০/-আদায়কৃতটাকা=৫০,৯৬০/-আদায়েরহার=৭৩%। ৩। বে-সরকারী এতিমখানা হিসেবে পূর্ণ্যজ্যোতি শিশু সদন, বাইন্যাছোলা ২০ জন এতিম ছেলে মেয়ের ভরণ পোষণ বাবদ জুলাই/১৩ খ্রিঃ হতে ডিসেম্বর/১৩ খ্রিঃ পর্যন্ত১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকার বরাদ্দ পাওয়া গেছে। এছাড়াতাদেরদাপ্তরিককার্যক্রম স্বাভাবিক|
| সিদ্ধান্তঃকার্যক্রমস্বাভাবিক রাখারসিদ্ধান্ত গৃহীতহয়।
| উপজেলাসমাজসেবাকর্মকর্তা,লক্ষীছড়ি। |
৮।খাদ্যবিভাগ | উপজেলাখাদ্যনিয়ন্ত্রকজানানমন্ত্রণালয়কতৃকএউপজেলায় বরাদ্দকৃতখাদ্যগুদাম ভবনেরজায়গানির্ধারণসাপেক্ষে পরবর্তীপ্রয়োজনীয়ব্যবস্থাগ্রহণকরাহবে। | সিদ্ধান্ত :সংশ্লিষ্টআইনওবিধিমোতাবেক ভবনেরজায়গানির্ধারণেরকার্যক্রমগ্রহণ করার সিদ্ধান্তগৃহীতহয়। | উপজেলা খাদ্যনিয়ন্ত্রক,লক্ষীছড়ি। |
৯।বিআরডিবি | উপজেলাপল্লীউন্নয়নকর্মকর্তা,লক্ষীছড়িজানান,তাদেরবিভাগের কার্যক্রমনিম্নরুপঃ১।সমিতিগঠন=নাই।(২)সঞ্চয়আদায়=৮,০০০/-টাকা (৩)শেয়ারআদায়=১,০০০/-টাকা।(৪)সদস্যভর্তি=১০ জন। (৫) ঋণআদায়: ২,১৫,৫০০/-টাকা(৬)ঋণবিতরণ=নাই ৭)সার্টিফিকেটমামলাহতেআদায়: ২,০০০/-টাকা।এছাড়াতার সংস্থারদাপ্তরিকওঅন্যান্যকার্যক্রম স্বাভাবিক|
| সিদ্ধান্তঃঋণ আদায়ের কার্যক্রম অব্যাহত রাখারসিদ্ধান্তগৃহীতহয়।
| উপজেলাপল্লীউন্নয়নকর্মকর্তা ,লক্ষীছড়ি। |
১০। মৎস্যবিভাগ | উপজেলামৎস্যকর্মকর্তাজানান জানুয়ারি/১৪খ্রিঃমাসেতারসংস্থারকার্যক্রমনিম্নরুপঃ ১।অফিসেপরামর্শপ্রদান-০৫জন।২।মাঠ পর্যায়ে চাষীর পুকুরপরিদর্শনওপরামর্শপ্রদান=৩৫জন।৩।উপকরনসংগ্রহেসহযোগীতাপ্রদান-০৫জন।৪। মৎস্য আইন বাস্তবায়নে বাজার অভিযান- ০১টি। ৫।ঋণআদায়- নাই। এছাড়াতারদপ্তরেরঅন্যান্যকার্যক্রম স্বাভাবিক| | সিদ্ধান্ত :- কার্যক্রম স্বাভাবিক রাখারসিদ্ধান্তগৃহীতহয়।
| উপজেলামৎস্যকর্মকর্তা(চঃদাঃ) লক্ষীছড়ি। |
১১। পরিবারপরিকল্পনা বিভাগ
| সভায়উপস্থিতসহকারীপঃপঃকর্মকর্তাজানান,জানুয়ারি/১৪মাসেতার দাপ্তরিককার্যক্রমনিম্নরুপঃ ১।খাবারবড়িব্যবহারকারীরসংখ্যা-পুরাতন=২৪৬৮জন,নুতন=২৩জন। ২।কন্ডমব্যবহারকারীরসংখ্যা-পুরাতন=১৪০জন,নুতন=০৪জন। ৩।ইনজেকটেবল-পুরাতন=৪৭৩জন,নুতন=৫জন। ৪।আইইউডি-পুরাতন=৩০৬জন,নুতন=০৮। ৫।ইমপ্ল্যান্ট-পুরাতন=১৮জন,নুতন=নাই।৬।স্থায়ীপদ্ধতি-পুরুষঃ-(পুরাতন)=১২০জন,নুতন=নাই।মহিলাঃ-(পুরাতন)=২৮৮জন,নুতন=নাই। এছাড়াতারসংস্থারঅন্যান্যকার্যক্রম স্বাভাবিক|
| সিদ্ধান্ত:- মাঠপর্যায়েকার্যক্রম জোরদারকরারসিদ্ধান্তগৃহীতহয়। | উপজেলাপঃপঃকর্মকর্তা,লক্ষীছড়ি। |
১২।যুবউন্নয়নবিভাগ। | উপজেলাযুবউন্নয়নকর্মকর্তা,লক্ষীছড়িজানানযে,তাদেরসংস্থারদাপ্তরিককার্যক্রমনিম্নরূপ: (১)ঋণতহবিল=২৮,৭১,৮০০/-টাকা২)সর্বমোটবিতরণ-৬৯,৩০,০০০/-টাকা।৩)চলমানআদায়-৪,০০০/-টাকা।৪।খেলাপীহতেআদায়-৩৫,১০০/-টাকা।৫।ক্রমপুঞ্চিতআদায়- ৩৫,৮৫,৩৫০/-টাকা।৬)সর্বমোটঋণ খেলাপীর পরিমাণ-২২,২৩,৪০০/-টাকা।৭।সর্বমোটকিস্তি খেলাপীর পরিমাণ- ৩,৬৮,০৯৬/-প্রকল্পগ্রহণকারীরসংখ্যা- ৩৯৩জন।৮।প্রশিক্ষণগ্রহণকারীরসংখ্যা-২৪০৯জন। |
|
|
চলমানপাতা-৩/
পাতা-০৩।
বিভাগ | আলোচনা | গৃহীতসিদ্ধান্ত | বাস্তবায়নে | ||||||||||||||||||||||||
-ঐ- | প্রনোদনাঃ
| সিদ্ধান্ত: ১। সভায়খেলাপীঋণআদায়েরকার্যক্রমজোরদারকরনের জন্য উপজেলাযুবউন্নয়নকর্মকর্তা,লক্ষীছড়িকেঅনুরোধকরাহয়।
| উপজেলাযুবউন্নয়নকর্মকর্তা, লক্ষীছড়ি। | ||||||||||||||||||||||||
১৩।সমবায় বিভাগ। | উপজেলাসমবায়কর্মকর্তাজানান তারসংস্থা/বিভাগকতৃক পরিচালিতএউপজেলায়১০টিসমিতিরয়েছেতারমধ্যে০১টি সমিতিরকার্যক্রমভাল।এছাড়া দাপ্তরিককার্যক্রম স্বাভাবিক|
| সিদ্ধান্ত:-নিবন্ধন বিহীন সমিতি গুলোকে নিবন্ধন করার জন্য পত্র প্রেরণের সিদ্ধান্তগৃহীতহয়। | উপজেলাসমবায়কর্মকর্তা, লক্ষীছড়ি। | ||||||||||||||||||||||||
১৪।বিদ্যুৎউন্নয়নবোর্ড। | অনুপস্থিত। | সিদ্ধান্ত:-সভায় নিয়মিত উপস্থিত থাকার সিদ্ধান্ত গৃহীত হয়। | আবাসিকপ্রকৌ: পিডিবি মানিকছড়ি। | ||||||||||||||||||||||||
১৫।প্রকল্পবাস্তবায়ন বিভাগ। | ২০১৩-১৪অর্থবছরেগৃহীতপ্রকল্পগুলিরকাজচলমানপর্যায়েআছে।টিআর প্রকল্পের কাজ শেষ পর্যায়ে।তিনি আরো জানান আশ্রয়ন প্রকল্পের অত্র লক্ষীছড়ি উপজেলার জন্য বরাদ্দ দেয়া হয়েছে। অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে কার্যক্রমশুরু করা হবে। | সিদ্ধান্ত: মাঠপর্যায়েতদারকিঅব্যাহতরাখার জন্যউপজেলাপ্রকল্পবাস্তবায়নকর্মকর্তাকেঅনুরোধকরাহয়। | উপজেলাপ্রকল্পবাস্তবায়নকর্মকর্তা,লক্ষীছড়ি।
| ||||||||||||||||||||||||
১৬।জনস্বাস্থ্য বিভাগ।
| সভায় জনস্বাস্থ্যপ্রকৌশলীজানানতারদাপ্তরিককার্যক্রমনিম্নরুপঃ নলকূপ/পাতকূপমেরামত: ১।লক্ষীছড়িইউনিয়নে-০৩টি২। দুল্যাতলীইউনিয়নে-০২টি।তিনিজানান২০১৩-১৪অর্থবছের পাতকুপ- ০৮টি, টিউবওয়েল- ০৩টি ও রিংওয়েল-০৩টি বরাদ্দ পাওয়া গেছে। এছাড়াদাপ্তরিকঅন্যান্যকার্যক্রম স্বাভাবিক|
| সিদ্ধান্ত:কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য উপঃসহঃ প্রকৌশলীকেঅনুরোধকরাহয়। | ১।উপ-সহপ্রকৌঃRb¯^v¯’¨, লক্ষীছড়ি।
| ||||||||||||||||||||||||
১৭।মহিলাবিষয়ক। ১চলমানপাতা-০৫/
| সভায়মহিলাবিষয়ককর্মকর্তা(চঃদাঃ),লক্ষীছড়িজানান প্রতিটিইউনিয়ন থেকে২১জনকরেমাতৃত্বভাতারবরাদ্দপাওয়াগেছে।কিন্ত অদ্যাবদী পর্যন্ত কোন ইউনিয়ন থেকে তালিকা পাওয়া যায়নি।এছাড়াতারদপ্তরেরঅন্যান্যকার্যক্রম স্বাভাবিক| | সিদ্ধান্ত:-১)নীতিমালাঅনুযায়ীতালিকা প্রস্তুতকরারজন্যইউপিচেয়ারম্যানদের অনুরোধজানানোহয়। | মহিলাবিষয়ককর্মকর্তা(চঃদাঃ)লক্ষীছড়ি। | ||||||||||||||||||||||||
১৮।আনসারও ভিডিপি। | সভায়উপস্থিতআনসারভিডিপিকর্মকর্তার প্রিতিনিধি জানানতারকার্যালয়টিমেরামতকরাঅত্যন্তজরুরী।তিনিএব্যাপারেসভাপতিমহোদয়েরদৃষ্টিআকর্ষণকরেন।এছাড়াতারবিভাগের দাপ্তরিককার্যক্রম স্বাভাবিক| | সিদ্ধান্ত:-বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে মেরামতের কার্যক্রম গ্রহণ করার সিদ্ধান্তগৃহীতহয়। | উপজেলাআনসারওভিডিপিকর্মকর্তা,লক্ষীছড়ি। | ||||||||||||||||||||||||
১৯।পরিসংখ্যানবিভাগ।
| অনুপস্থিত। | সিদ্ধান্ত:- সভায় নিয়মিত উপস্থিত থাকার সিদ্ধান্তগৃহীতহয়। | উপজেলা পরিসংখ্যানকর্মকর্তা।
| ||||||||||||||||||||||||
২০।বনবিভাগ। | সভায় ভারপ্রাপ্ত কর্মকর্তা,লক্ষীছড়ি বন কেন্দ্র জানান মাননীয় প্রধানমন্ত্রী কতৃক জাতীয় বৃক্ষ রোপণ/২০১৩ পুরস্কারের জন্য এ উপজেলা হতে কোন আবেদন পাওয়া যায়নি। তিনি আরো জানান মাননীয় সংসদ সদস্যের সুপারিশক্রমে লক্ষীছড়ি উপজেলার জনসাধারণের মাঝে বিনামূল্যে ২৫,০০০ টি সেগুন স্ট্যাম্প, ৫,০০০ টি বনজ ও ফলজ চারা বিতরণ করা হবে। | সিদ্ধান্ত:- কার্যক্রম স্বাভাবিক রাখার সিদ্ধান্তগৃহীতহয়। | রেঞ্জকর্মকর্তা,বনকেন্দ্রলক্ষীছড়ি।
| ||||||||||||||||||||||||
২১।পাঃচঃউন্নয়নবোর্ড | লক্ষীছড়ি উপজেলায় ৩টি ইউনিয়নে পাড়া কেন্দ্রের সংখ্যা = ৯৩টি। বতমানে চালু আছে- ৯১টি, ২টি পাড়া কেন্দ্রে পাড়াকর্মীর পদ শুন্য রয়েছে। এছাড়া নুতন সম্প্রসারিত পাড়া কেন্দ্র- ১৩টি নিয়োগ প্রক্রিয়া চলমান পর্যায়ে রয়েছে। ২০১৪ সালে জানুয়ারি মাসে ৯৩টি পাড়া কেন্দ্র থেকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিকৃত ছাত্র/ছাত্রীর সংখ্যা-৩৯৮ জন।এছাড়া তাদের দপ্তরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক। | সিদ্ধান্ত:-কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্তগৃহীতহয়। | ডিপিসি,আইসিডি-পিউন্নয়নবোর্ড,লক্ষীছড়ি |
চলমানপাতা-০৪
পাতা-০৪।
বিভাগ | আলোচনা | গৃহীতসিদ্ধান্ত | বাস্তবায়নে |
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২২।একটিবাড়ীএকটিখামারসংক্রান্ত আলোচনা। | সভায়উপজেলাপল্লী উন্নয়নকর্মকর্তা,লক্ষীছড়ি,খাগড়াছড়িজানুয়ারি/১৪মাসে প্রাপ্তপ্রতিবেদননিম্নরূপ: ১.ক)সমিতিগঠন:নাই।১.খ)সদস্যভর্তি : নাই। ২)চলতিমাসেঋণআদায়=১,৪৭,৯৮৮/-টাকা খ)চলতিমাসেঋণবিতরণ=নাই। তাছাড়াসংস্থারঅন্যান্যকার্যক্রম স্বাভাবিক|
| সিদ্ধান্ত:ঋণআদায়ের কার্যক্রমআরো গতিশীলকরারজন্যউপজেলা পল্লীউন্নয়নকর্মকতা,লক্ষীছড়িকে অনুরোধকরাহয়। | উপজেলাপল্লীউন্নয়ন কর্মকর্তা,লক্ষীছড়ি। |
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২৪।ক্যাপসিটিডেভেলাপমেন্ট কম্পোনেন্ট,লক্ষীছড়ি। | অনুপস্থিত। | সিদ্ধান্ত:-সভায় নিয়মিতউপস্থিত থাকারসিদ্ধান্তগৃহীতহয়। | উপজেলা সমন্বয়ক লক্ষীছড়ি,খাগড়াছড়ি।
|
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২৫.(ক)উপজেলাপরিষদের আওতায় দোকান ঘর গুলি পূণ:বরাদ্দ প্রদান সংক্রান্ত। | সভায়উপজেলানির্বাহী অফিসার জানান লক্ষীছড়ি উপজেলা পরিষদের আওতাধীন ১৯টি প্লটের মধ্যে ১৪টির মেয়াদ উর্ত্তীণ হওয়ায় সংশ্লিষ্ট আবেদনকারীদের অনুকুলে পূণ:বরাদ্দ প্রদান করা যায়। অপরদিকে ১।জনাব ভবতোষ চাকমা,পিতা:মৃত: নিরোধ মোহন চাকমা, সাং-লক্ষীছড়ি বাজার ২। জনাব মো: আমিনুল ইসলাম, পিতা-মৃত: ওহিদুল্লা, সাং-লক্ষীছড়ি বাজার তাদের অনুকুলে বরাদ্দকৃত প্লটগুলি বরাদ্দ বাতিলের জন্য আবেদন করেছেন এবং উক্ত প্লট ০২টি যথাক্রমে জনাব উমেশ চাকমা, পিতা: সাধন মনি চাকমা, সাং-জুর্গাছড়ি পাড়া ও মোছা: রাবেয়া বেগম, স্বামী:-মো: আ: হামিদ, সাং- লক্ষীছড়ি গুচ্ছগ্রাম তাদের নামে নুতনভাবে বরাদ্দ পাবার জন্য আবেদন করেছেন। সভায় এব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনাওসিদ্ধান্ত উপজেলাপরিষদের রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে সংশ্লিষ্ট আবেদনকারীদের অনুকুলে প্লট পূণ:বরাদ্দ প্রদানেরসর্বসম্মতিক্রমেসিদ্ধান্তগৃহীতহয়।
| ইউএনও,লক্ষীছড়ি। |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
চলমানপাতা-০৫/
পাতা-০৫।
বিভাগ | আলোচনা | গৃহীতসিদ্ধান্ত | বাস্তবায়নে | ||||||||||||||||
|
|
| |||||||||||||||||
উপজেলা পরিষদের বাসা বরাদ্দ সংক্রান্ত। | গত ১৩/০১/২০১৪ খ্রিঃ তারিখে জনাব মোঃ বেনজীর আল ফয়সাল, ম্যানেজার, গ্রামীণ ব্যাংক, লক্ষীছড়ি শাখা তিনি পাহাড়ীকা-১ বাসাটি বরাদ্দ পাওয়ার জন্য আবেদন করেছেন।অন্যদিকে জনাব মো্ঃ রফিক উদ্দিন আহমেদ, সহঃআঞ্চলিক ব্যবস্থাপক, ব্র্যাক শিক্ষা কর্মসূচি, লক্ষীছড়ি, খাগড়াছড়ি তিনি তাদের সংস্থার অফিসের জন্য পাহাড়ীকা-২ বাসাটি বরাদ্দ পাওয়ার আবেদন করেছেন। সভায় এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। | সিদ্ধান্ত : তাদের আবেদনের প্রেক্ষিতে পাহাড়ীকা-১ বাসাটি জনাব বেনজীর আল ফয়সাল,ম্যানেজার, গ্রামীণ ব্যাংক, লক্ষীছড়ি, খাগড়াছড়ি এবং পাহাড়ীকা-২ বাসাটি ব্র্যাক শিক্ষা কর্মসূচি কার্যালয়ের নামে আগামী ০১ মার্চ্/২০১৪ খ্রিঃ তারিখ হতে মাসিক ৩,০০০/-টাকা হারে ভাড়া প্রদান পূবক বরাদ্দ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। |
| ||||||||||||||||
বাসা ভাড়া পরিশোধ সংক্রান্ত। | সভায় ভাইস চেয়ারম্যান জনাব মিলন চাকমা জানান তার নামে বরাদ্দকৃত চামেলী-৩ বাসাটির ০৩(তিন)বছরের ভাড়া পরিশোধের জন্য গত ২৪/১২/১৩ খ্রিঃ তারিখে লিখিত ভাবে অবগত করেছেন।প্রেরিত পত্রে মাসিক কত টাকা হারে ভাড়া পরিশোধ করতে হবে তার নির্দেশনা না থাকায় তিনি সভাপতি মহোদয়ের দৃষ্টি আকষণ করেন। সভায় এ ব্যাপারে বিস্তারিত আলোচনা হরা হয়। | সিদ্ধান্ত : সভায় আলোচনাক্রমে এবং উপস্থিত সকলের সম্মতিক্রমে ভাইস চেয়ারম্যান, জনাব মিলন চাকমার অবস্থানকৃত চামেলী-৩ বাসাটির ভাড়া মাসিক ১,০০০/-(এক হাজার)টাকা হারে ৩(তিন)বছরের ভাড়া বাবদ (৩৬মাস×১০০০)=৩৬,০০০/-(ছয়ত্রিশ হাজার)টাকা পরিশোধের সর্বসম্মতসিদ্ধান্ত গ্রহীত হয়। |
| ||||||||||||||||
২৫.(খ)বিবিধঃ |
| সিদ্ধান্ত: উক্তব্যয়রাজস্বতহবিলহতেপরিশোধের জন্যসভায়সর্বসম্মতসিদ্ধান্তগৃহীতহয়।
| উপজেলানির্বাহীঅফিসার, লক্ষীছড়ি। |
পরিশেষেসভায়আরকোনআলোচনানাথাকায়সভাপতিউপস্থিতসকলকেধন্যবাদজানিয়েসভারসমাপ্তিঘোষণাকরেন।
(রেম্রাচাইচৌধুরী)
উপজেলাপরিষদচেয়ারম্যান
ও
সভাপতি
উপজেলাউন্নয়নওসমন্বয় সভা
লক্ষীছড়ি,খাগড়াছড়ি পার্বত্যজেলা।
স্মারকনং-০৫.৪২.৪৬৬১.০০০.০১.০০১.১৪, তারিখঃ-২৯/০১/২০১৪খ্রিঃ।
অনুলিপিঃসদয়অবগতিওপ্রয়োজনীয়ব্যবস্থাগ্রহণেরজন্যপ্রেরণকরাহলো:
০১।মাননীয়সংসদসদস্য.২৯৮পার্বত্যখাগড়াছড়ি।
০২।সচিব,স্থানীয়সরকারবিভাগ,বাংলাদেশসচিবালয়,ঢাকা।
০৩।কমিশনার,চট্টগ্রামবিভাগ,চট্টগ্রাম।
০৪।চেয়ারম্যান,পার্বত্যজেলাপরিষদ,খাগড়াছড়িপার্বত্যজেলা।
০৫।জেলাপ্রশাসক,খাগড়াছড়িপার্বত্যজেলা।
০৬।উপজেলা...........................................................কর্মকর্তা,লক্ষীছড়ি,খাগড়াছড়ি।
০৭।চেয়ারম্যান,লক্ষীছড়ি/দুল্যাতলী/বর্মাছড়িইউ,পিলক্ষীছড়ি।
(মোহাম্মদশওকতওসমান)
উপজেলানির্বাহীঅফিসার
লক্ষীছড়ি,খাগড়াছড়ি পার্বত্যজেলা।
চলমানপাতা-০৬
পাতা-০৬/
পরিশিষ্ট-ক।
উপজেলা উন্নয়নওসমন্বয় সভায়উপস্থিতসদস্যদেরহাজিরা।
মাস: জানুয়ারি/২০১৪(সভাঃ ২৭/০১/২০১৪খ্রিঃ)। সময়: সকাল-১১.৩০ঘটিকা।
উপস্থিতসদস্যদেরনামওপদবী(পদবীরক্রমানুসারেনহে)।
| অনুপস্থিতসদস্যদেরনামেরতালিকা |
০১।জনাবমোহাম্মদশওকতওসমান,উপজেলানির্বাহীঅফিসার,লক্ষীছড়ি।
| ০১।উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা,লক্ষীছড়িবনকেন্দ্র। ০২।আবাসিক প্রকৌশলী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, মানিকছড়ি,খাগড়াছড়ি। ০৩। চেয়ারম্যান, ১নং লক্ষীছড়ি ইউপি। ০৪।চেয়ারম্যান, ২নং দুল্যাতলী ইউপি। ০৫।চেয়ারম্যান, ৩নং বমাছড়ি ইউপি।
|
০২।জনাবমিলনচাকমা,ভাইসচেয়ারম্যান,উপজেলাপরিষদ,লক্ষীছড়ি,খাগড়াছড়ি।
| |
০৩।মিসেসসাগরিকাচাকমা,ভাইসচেয়ারম্যান(মহিলা)উপজেলাপরিষদ,লক্ষীছড়ি। | |
০৪।জনাবড.আব্দুলআওয়াল,উপজেলাকৃষিকর্মকর্তা,লক্ষীছড়ি। | |
০৫।জনাবডাঃমোঃমঈনুলইসলাম,উপজেলাপ্রাণীসম্পদকর্মকর্তা(ভাঃ),লক্ষীছড়ি। | |
০৬।মো: কামরুল হাসান, অফিসার ইনচার্জ, লক্ষীছড়ি থানা। | |
০৭।ডা: মুহাম্মদ তৈয়ব, আরএমও, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তারকার্যালয়, লক্ষীছড়ি। | |
০৮।মো: মোজাম্মেল হক, উপজেলা শিক্ষা অফিসার (চঃদাঃ)লক্ষীছড়ি। | |
০৯।মিসেসরমারাণীদাশ,উপজেলাসমবায়কর্মকর্তা,লক্ষীছড়ি। | |
১০। অবনেন্দু বড়ুয়া, পিআইও, লক্ষীছড়ি। | |
১১।জনাবসারোয়ারইউসুফজামাল,উপজেলামাধ্যমিকশিক্ষাকর্মকর্তা(ভাঃ), লক্ষীছড়ি।
| |
১২।জনাবসুভাষচাকমা,জনস্বাস্থ্য প্রকৌশলী,লক্ষীছড়ি। | |
১৩।জনাবমো: আব্দুল মালেক, উপজেলা মৎস্য কর্মকর্তা(চঃদাঃ)লক্ষীছড়ি। | |
১৪। মো: সারোয়ার ইউচুপ জামাল, উপজেলা মাধ্যসিক শিক্ষা কর্মকর্তা(ভা:)লক্ষীছড়ি। | |
১৫। ই,আ,ম,মামুন মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, লক্ষীছড়ি। | |
১৬।মোছা: হাসিনা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,(চঃদাঃ) লক্ষীছড়ি। | |
১৭।জনাবঅনিমেষচাকমা,সহকারীপঃপঃকর্মকর্তা,লক্ষীছড়ি। | |
১৮।মো: মোবারক উল্ল্যা, ইপ-সহ:প্রকৌ:, এলজিইডি, লক্ষীছড়ি। | |
১৯।জনাবমামুনুর রশীদ মীর, ভারপ্রাপ্ত কর্মকর্তা, লক্ষীছড়ি বন কেন্দ্র। | |
২০।জনাব রবীন্দ্র লাল চাকমা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, লক্ষীছড়ি। | |
২১।জনাবমোঃবিল্লালহোসেন,আনসারভিডিপিরপ্রতিনিধি। | |
২২।জনাবউত্তমকুমারভৌমিক,সমাজসেবাকর্মকর্তারপ্রতিনিধি। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS