Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সভার নোটিশসমূহ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

লক্ষীছড়ি, খাগড়াছড়ি পার্বত্য জেলা।

 

স্মারক নং- ০৫.৪২.৪৬৬১.০০০.০১.০০১.১৪,৮৪            তারিখ : ২২/০১/২০১৪ খ্রি:।

 

সভার বিজ্ঞপ্তি

 

লক্ষীছড়ি উপজেলা পরিষদের জানুয়ারি/১৪ খ্রিঃ মাসের মাসিক উন্নয়ন ও সমন্বয় সভা আগামী ২৭/০১/১৪ খ্রিঃ তারিখ রোজ সোমবার, সকাল ১১.৩০ ঘটিকার সময় জনাব রেম্রাচাই চৌধুরী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, লক্ষীছড়ি, খাগড়াছড়ি এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। উক্ত সভার ধার্য্য তারিখের পূর্বে (২৭/০১/২০১৪ খ্রিঃ তারিখের মধ্যে) নিজ নিজ বিভাগের কার্য্যক্রমের মাসিক অগ্রগতির প্রতিবেদন নিন্ম-স্বাক্ষরকারীর নিকট জমা প্রদানসহ ধার্য্য তারিখে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য তাকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

 

 

সভার আলোচ্যসূচি:

 

     (১) বিগত সভার কার্য্যবিবরণী পাঠ ও অনুমোদন।

     (২) ২০১৩-১৪ অথ বছরে এডিপির গৃহীত প্রকল্প সম্পর্কে আলোচনা।

     (৩) একটি বাড়ী একটি খামাড় প্রকল্পের মাসিক অগ্রগতি সর্ম্পকে আলোচনা।

     (৪) ইউপি তথ্য সেবা কেন্দ্র ও জন্ম-মৃত্য নিবন্ধন কার্য্যক্রমের অগ্রগতি সম্পর্কে আলোচনা।

     (৫) বিভাগীয় কার্য্যক্রম সম্পর্কে আলোচনা।

     (৬) বিবিধ।

 

 

    (মোহাম্মদ শওকত ওসমান)

     উপজেলা নির্বাহী অফিসার

 লক্ষীছড়ি, খাগড়াছড়ি পার্বত্য জেলা।

 

 

প্রাপক :  ……………………………………………………………

      …………………………………………………………..

     ও সদস্য, উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটি, লক্ষীছড়ি।