খাগড়াছড়ি জেলার সবচেয়ে দূর্গম এবং দুরবর্তী উপজেলা লক্ষীছড়ি। এটি জেলা সদর থেকে প্রায়-৬০ কিমি দূরে অবস্থিত। খাগড়াছড়ি জেলার অন্যান্য উপজেলার মতো এই উপজেলাও ছোট বড় অনেক পাহাড়ের সমন্বয়ের গঠিত। এসব পাহাড়ে ভেতর দিয়ে বয়ে গেছে অনেকগুলো আকাবাঁকা ছড়া। এখানে একটি প্রাকৃতিক সুড়ঙ্গ রয়েছে যা শিলাছড়ি মাজার নামে পরিচিত। এই উপজেলার মানুষ কঠোর পরিশ্রমের মাধ্যমে আদা,কলা,হলুদসহ বিভিন্ন ধরনের ফলমূল ও শাকসবজি উৎপাদন করে থাকে। তথ্য প্রযুক্তির এ যুগে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতকরণের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি প্রদেয় সেবাসমুহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া-ই আমাদের লক্ষ্য। উপজেলা পর্যায়ে সকল সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য উপাত্ত এই পোর্টালে সন্নিবেশ করা হয়েছে। পোর্টালের তথ্য-ভান্ডার ব্যবহার করে জনগণ ব্যাপক ভাবে উপকৃত হবেন বলে আমি বিশ্বাস করি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS